• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুয়েটে ভর্তি পরীক্ষার আগে শিক্ষার্থীদের ৫ শর্ত

  নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০১৯, ০৭:৩২
আন্দোলনরত শিক্ষার্থী
আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ শর্ত (ছবি : দৈনিক অধিকার)

চলতি বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা নেওয়ার আগে পাঁচটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

একই সঙ্গে শনিবার (১২ অক্টোবর) থেকে সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শুক্রবার (১১ অক্টোবর) বুয়েটের মেধাবী ছাত্র ফাহাদের হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ১৫ ব্যাচের সায়েম নামে এক শিক্ষার্থী পাঁচটি শর্ত তুলে ধরেন।

শর্তগুলো হলো- (১) হত্যাকারীদের বুয়েট থেকে চিরতরে বহিষ্কার করা হবে মর্মে নোটিশ দেওয়া। (২) সংগঠন ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের জন্য অবৈধ ছাত্রদের সিট বাতিল করা। (৩) সাংগঠনিক অফিস সিলগালা করা। (৪) ফাহাদের মামলার খরচ দেওয়ার নোটিশ দেওয়া ও ভিন্নমত দমানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা ও (৫) এ ধরনের ঘটনা প্রকাশে একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহার করে সব হলের সিসিটিভির ফুটেজে সার্বক্ষণিক মনিটরিং করা।

সায়েম এ সময় আরও বলেন, ভিসি স্যারের অনুরোধের প্রেক্ষিতে আমরা ১০ দফা দাবির মধ্যে বুয়েট প্রশাসন বাস্তবায়ন করতে পারবে এমন পাঁচটি দাবি ঠিক করেছি। এ দাবিগুলো শুধু মেনে নেওয়া নয় যখন দেখবো যে বাস্তবায়ন হয়েছে তখন মনে করব ভর্তি পরীক্ষার পরিবেশ তৈরি হয়েছে।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড