• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পথনাটকের মাধ্যমে উপস্থাপিত হলো ফাহাদ হত্যার ঘটনা

  ঢাবি প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, ১৭:১১
পথনাটক
পথনাটক (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে একটি পথনাটক আয়োজন করেছে বুয়েটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই নাটকের আয়োজন করে শিক্ষার্থীরা। এতে ফাহাদের সহপাঠীরা অভিনয় করে।

নাটকটিতে দেখা যায়, ফাহাদ বাড়ি থেকে বুয়েট ক্যাম্পাসের উদ্দেশে রওনা দিলে তার মা তার সঙ্গে স্নেহ জড়িত কণ্ঠে কথা বলেন। আবরার ক্লাস-পরীক্ষার দোহাই দিয়ে বাড়ি থেকে চলে আসে। আসার পর একদিন রাতে কয়েকজন শিক্ষার্থী আবরারকে ২০১১ নম্বর রুমে বড় ভাইদের নির্দেশ অনুযায়ী ডেকে নিয়ে যায়। রুমে যাওয়ার পর এক পর্যায়ে আবরারকে মারধর শুরু করে কয়েকজন নেতাকর্মী। তাদের মারধরেই মৃত্যু হয় আবরারের।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড