• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস দাবি রাবি শিক্ষক-শিক্ষার্থীদের

  রাবি প্রতিনিধি

০৯ অক্টোবর ২০১৯, ১৪:২৪
বিক্ষোভ মিছিল
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল (ছবি : সংগৃহীত)

দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় পৃথক কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা এ সকল দাবি জানান।

‘দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজের’ ব্যানারে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের উত্তর পাশে প্যারিস রোড থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিল শেষে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশ ও মিছিলে ৩০-৩৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এ দিকে একই সময়ে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই এই স্লোগানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং পুনরায় সেখানে গিয়ে সমাবেশ করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আবরার হত্যার মাধ্যমে প্রমাণিত হয় কেউ দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তার পরিণাম মৃত্যু। আবরার হত্যা শুধু ছাত্রলীগের নৃশংসতা নয়, এটি দেশের পুরো সিস্টেমের নৃশংসতা।’ এছাড়া শিক্ষার্থীরা আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড