• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাহাদ হত্যার খুনিদের ফাঁসির দাবি বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

০৯ অক্টোবর ২০১৯, ১৪:০৯
বশেমুরবিপ্রবি
মানববন্ধন কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বশেমুরবিপ্রবিয়ানরা। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা ফাহাদ হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের মাধ্যমে খুনিদের সর্বোচ শাস্তির দাবি জানায়। মানববন্ধনে অংশগ্রহণকারী আইন বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজাদ বলেন, একজন অপরাধীর আসল পরিচয় সে অপরাধী। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।

প্রসঙ্গত, গেল ৭ সেপ্টেম্বর গভীর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে জানা যায় ছাত্রলীগের বুয়েট শাখার কতিপয় সদস্য শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করেছে আবরারকে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড