• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাহাদ হত্যার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

০৮ অক্টোবর ২০১৯, ২১:৩১
বশেমুরবিপ্রবি
বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবি করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে তারা এই কর্মসূচি পালন করে।

এ সময় আইন তৃতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, ‘আবরারের মত একজন মেধাবী শিক্ষার্থী দেশের সম্পদ কিন্তু ছাত্রলীগ নামধারী কিছু কুলাঙ্গার তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাকাণ্ডে জড়িত সকলের মৃত্যুদণ্ড দাবি করছি। আর একজন হত্যাকারীর পরিচয় কেবলই একজন হত্যাকারী এবং যদি কেউ সত্যিই বঙ্গবন্ধুর ছাত্রলীগের আদর্শ ধারণ করে তার দ্বারা এমন ঘৃণ্য কাজ সম্ভব নয় বলে আমার বিশ্বাস।’

এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিটে এ মানববন্ধনের ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ২টায় বুয়েটের শেরে বাংলা হল থেকে অচেতন অবস্থায় আবরারকে উদ্ধার করে হল প্রশাসন। এরপর সোমবার (৭ অক্টোবর) হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে জানা যায় ছাত্রলীগের বুয়েট শাখার কতিপয় সদস্য শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করেছে আবরারকে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড