• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন

  ববি প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৩
মানববন্ধন
বিবিতে অনুষ্ঠিত মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের অপসারণ এবং বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক উন্মেষ রায় বলেন, ‘একজন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে কতটুকু অনৈতিক ও অশিষ্টাচার হলে শিক্ষার্থীদের ওপর ভাড়াটিয়া গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেয়। অপরাধ আড়াল করতেই এতদিন নাটকীয়তা করেছেন উপাচার্য। প্রতিনিয়ত শিক্ষাথীদের মুক্ত স্বাধীনতাকে ব্যাহত করা হচ্ছে। প্রশাসনের অপকর্মগুলো প্রকাশ করা হলেই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।’

তিনি আরও বলেন, অনতিবিলম্বে বশেমুরবিপ্রবির উপাচার্যকে প্রত‍্যাহার করে বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেবার এবং শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, ‘বশেমুরবিপ্রবির আন্দোলনরত ভাই-বোনদের ওপর উপাচার্যের পেটোয়া ও গুন্ডা বাহিনীর ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এহেন কার্যক্রমের জন্য আমরা উপাচার্যকে সন্ত্রাস আখ্যায়িত করতে বাধ্য হলাম। আমরা মনেকরি শিক্ষার্থীরা তার নানা অনিয়ম ও দুর্নীতির আখড়ার কাহিনী প্রচার করার জন্যই সচেতন শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের দ্বারা হামলা চালান।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ও রাষ্ট্রপতির কাছে আমাদের বিনত অনুরোধ বশেমুরবুপ্রবি বিশ্ববিদ্যালয়ের সকল দুর্নীতি ও অপকর্ম রোধ করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য উপাচার্যকে অপসারণ করার দাবি জানাচ্ছি।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড