• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্টামফোর্ডে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার

  সাব প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৯, ২২:০০
স্টামফোর্ড ইউনিভার্সিটি
অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার (ছবি : সংগৃহীত)

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটিতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ‘অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধানী সাংবাদিক এবং হেড অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম, হেল্প ডেস্কের বদরুদ্দোজা বাবু। বদরুদ্দোজা বাবু বক্তব্যে তার কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্প ডেস্ক নিয়েও আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান, সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো-কনভেনর সৈয়দা আখতার জাহান ও তপন মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও চ্যানেল ২৪ এর ক্রাইম ও ইনভেস্টিগেশন রিপোর্টার তানভীর আহমেদ সিদ্দিক, মানবজমিনের ক্রাইম রিপোর্টার ওমর ফারুক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড