• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিনিয়াকে হেনস্থার প্রতিবাদে হাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন

  হাবিপ্রবি প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১
মানববন্ধন
হাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার ও হয়রানির ঘটনায় জড়িতদের শাস্তি ও ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় সমিতির আয়োজনে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের ডাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় এই কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। সমিতির সভাপতি আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের উঁচু পদে থেকে একজন উপাচার্য কিভাবে একজন শিক্ষার্থীকে ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ কি- তোর আব্বাকে জিজ্ঞেস করিস’- এমন কুরুচিপূর্ণ ভাষায় কথা বলতে পারেন তা আমাদের জানা নেই। কোনো কারণ ছাড়াই কিভাবে একজন শিক্ষার্থীকে উপাচার্য বহিষ্কার করতে পারেন সে আইন আমাদের জানা নেই। ফাতেমা-তুজ-জিনিয়া শুধু একজন শিক্ষার্থীই নন তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধিও। তার সঙ্গে এ ধরনের আচরণ মূলত সাংবাদিককে দমন ও বাক স্বাধীনতাকে রোধ করার অপচেষ্টা।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে এ ধরনের ব্যবহার স্বাধীনতা বিরোধী কার্যকলাপের শামিল। স্বাধীন দেশে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে। কিন্তু বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ক্ষমতার অপব্যবহার করে যেভাবে সাংবাদিককে হুমকি-ধামকি প্রদান করেছেন তা কখনোই মেনে নেওয়া যায় না। এ জন্য তাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মোমিন ও মিরাজুল মিশকাতসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড