• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান

  ঢাকা কলেজ প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১২
রোভার স্কাউট গ্রুপ
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘ক্যাম্পাস পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগান নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘আমাদের পরিবেশ আমাদেরকেই সুন্দর রাখতে হবে। সবাই মিলে চেষ্টা করলে আশা করি আমরা সফল হবো। আর পরিবেশ সুন্দর রাখতে রোভার স্কাউটের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। আমরা চাই আগামী দিনগুলোতে যেন আরও বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করবো।’

এর পর রোভার স্কাউট সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে প্রশাসনিক ভবন, বিজয় চত্বর, সাইকেল স্ট্যান্ড থেকে ২ নাম্বার সাব-গেইট পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

এ সময় ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক শামিম আরা বেগম, কোষাধ্যক্ষ মোসাম্মৎ আয়েশা আক্তার, রোভার স্কাউট লিডার আনোয়ার মাহমুদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং রোভার স্কাউটসের সদস্যবৃন্দ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড