• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শহীদ মিনারে মোটরসাইকেল চালানোয়

রাবি ছাত্রলীগ নেতা রব্বানীকে শোকজ

  রাবি প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১
রাবি
অভিযুক্ত ছাত্রলীগ নেতা রব্বানীর ভাইরাল হওয়া ছবি (ছবি : সংগৃহীত)

শহীদ মিনারের বেদীতে মোটরসাইকেল চালানোয় অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেই ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী রবিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পৃথকভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগ। নোটিশ পেয়ে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রেরিত নোটিশে উল্লেখ করা হয়, ‘১২ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর প্রক্টর অফিসের দৃষ্টিগোচর হয়। এতে আপনার বিরুদ্ধে শহীদ মিনারের বেদীতে মোটরসাইকেল চালিয়ে ওঠার অভিযোগ রয়েছে। শহীদ মিনারের সঙ্গে বাঙালি জাতির আবেগ ও অনুভূতি জড়িত। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। এর প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে লিখিত জবাবসহ আগামী ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে প্রক্টর দপ্তরে উপস্থিত হতে বলা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ‘ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে আপনার বিরুদ্ধে শহীদ মিনারের বেদীতে মোটরসাইকেল চালিয়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। আপনার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগে রাবি ছাত্রলীগ বিব্রত। আনিত অভিযোগ প্রমাণিত হলে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগটি মিথ্যা হলে আপনাকে আগামী দুই কার্যদিবসের মধ্যে রাবি ছাত্রলীগের দপ্তর সেলে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হলো।’

তবে ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী এ অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমকে লিখিত প্রতিবাদ লিপি দিয়েছেন। গোলাম রব্বানী বলেন, ‘সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিটি আমার নয়। ছবিতে যে মোটরসাইকেল দেখা যাচ্ছে সেটিও আমার নয়। ছবিতে যুবকের চেহারা অস্পষ্ট হওয়ায় একটি কুচক্রী মহল ছবিটি আমার বলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে।’

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগটি গুরুতর। আমরা ডেকে জিজ্ঞাসা করেছি সে অস্বীকার করেছে। তারপরও তাকে বলেছি এটি তার ছবি না সেটি প্রমাণ করতে। প্রমাণ করতে না পারলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শহীদ মিনারে মোটরসাইকেল নিয়ে ওঠা শহীদদের জন্য চরম অবমাননাকর। তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে নোটিশ দিয়েছি। যদি সে অপরাধী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা আড্ডা দিচ্ছিলেন। এ সময় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী রবি মোটরসাইকেল নিয়ে শহীদ মিনারের বেদীতে ওঠেন। পরে সে ছবি ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। রবি ভাইরাল হওয়া ছবিটিকে নিজের না দাবি করলেও প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতারা রবির ছবি বলে গণমাধ্যমের কাছে স্বীকার করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড