• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে চিরকুটে ভর্তি; উপাচার্যের পদত্যাগ চেয়ে ছাত্রদলের বিক্ষোভ

  ক্যাম্পাস ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫০
ঢাবি
বিক্ষোভ মিছিল (ছবি : সংগৃহীত)

ডাকসুর আট নেতাসহ ৩৪ শিক্ষার্থীকে ‘চিরকুটে ভর্তির’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ও বাণিজ্য অনুষদের ডিনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শেষ হয় শেখ রাসেল টাওয়ারের সামনে গিয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার জানান, ভিসি আখতারুজ্জামান তার দলকে ক্ষমতায় রাখতে ডাকসু নির্বাচনে জালিয়াতি করে ছাত্রলীগকে জয়ী করেছেন। আমাদের সবার কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনকে ছাত্রলীগের ডাকসুতে পরিণত করার পাঁয়তারা হিসেবে কোনো রকম ভর্তি পরীক্ষা ছাড়া চিরকুটের মাধ্যমে ছাত্রলীগ নেতাদের ভর্তি করিয়েছেন। এছাড়া, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন ও অবৈধ ছাত্রলীগ নেতাদের পদত্যাগের দাবি জানান শাখা ছাত্রদলের সভাপতি।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড