• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তৃতীয় দিনের মতো নোবিপ্রবিতে চলছে কর্মবিরতি

  নোবিপ্রবি প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

নির্ধারিত সময় পার হলেও সহকর্মীর ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় টানা ৩য় দিনের মতো কর্মবিরতি চলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রায় সব বিভাগে ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন বন্ধ ছিল। তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা এর আওতামুক্ত ছিলো। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘বিকালে শিক্ষক সমিতির মিটিং হবে। মিটিংয়ে কর্মবিরতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।’

এ দিকে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মোহাম্মদ মহসিনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটি থেকে তার পদত্যাগ করা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। তদন্ত কমিটি গঠনের পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও রিপোর্ট জমা দিতে পারেনি তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্য সচিব ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট কাউসার আহমেদ জানান, ‘তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করে ১৯ সেপ্টেম্বর করা হয়েছে। আশা করি এই সময়ের মধ্যে আমরা তদন্ত রিপোর্ট জমা দিতে পারব।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড