• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

  গণবি প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৫
বিশ্ব ফিজিওথেরাপি দিবস
গণবিতে পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস (ছবি : সংগৃহীত)

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) বিভিন্ন আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ‘দীর্ঘমেয়াদি ব্যথায় ফিজিওথেরাপিই সবচেয়ে কার্যকরী চিকিৎসা’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন থেকে শুরু হয়ে বাদাম তলা, ফুসকা চত্বর, ঘোড়া-পীর মাজার প্রদক্ষিণ করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়।

এ সময় ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. নাসিমা ইয়াসমিন (পিটি), অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমিনুল ইসলাম, ডা. উত্তম কুমার দাস, ডা. রূপক চন্দ্র রায়, ডা. সেলিম হোসাইনসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমিনুল ইসলাম বলেন, ‘ফিজিওথেরাপি পেশাটিকে এগিয়ে নিতে হলে আমাদের প্রত্যেকের মাঝে একতা প্রয়োজন,আমাদের শুধু ছাত্র সংখ্যা বাড়ালে চলবে না, দক্ষ ফিজিওথেরাপিস্ট তৈরি করতে হবে।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড