• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদক সেবন, ৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

  ক্যাম্পাস ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৫
জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাদক সেবনের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর পৃথক নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল স্বাক্ষরিত এ সকল নোটিশে অভিযুক্ত শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। প্রক্টর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার (৪ সেপ্টেম্বর) মাদক সেবনের সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের শামিল। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বক্তব্য থাকলে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পেলে আনিত অভিযোগ সম্পর্কে তাদের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে। পরবর্তীতে কোনো যোগাযোগ ছাড়াই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দ্বিতীয় গেটের স্টোর রুমে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। এ সময় তারা স্টোর রুমে প্রবেশ করলে ছয় শিক্ষার্থীকে গাঁজা সেবন রত অবস্থায় দেখে ফেলেন। তাদের মধ্যে দুই শিক্ষার্থীকে আটক করা হয়। বাকি চার শিক্ষার্থী পালিয়ে যায়। আগামী বুধবার তাদেরকে অভিভাবক সহ সাক্ষাত করতে বলা হয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড