• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিপ্রবিতে ছাত্রলীগ সভাপতি শোভন

‘ছাত্রলীগের মতো দেশাত্মবোধ আর কারও মধ্যে নেই’

  শাবিপ্রবি প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩
কর্মী সমাবেশ
সমাবেশে বক্তব্য রাখছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন (ছবি : দৈনিক অধিকার)

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী হৃদয়ে বাংলাদেশকে যেভাবে ধারণ করে ও তাদের মধ্যে যে দেশাত্মবোধ রয়েছে তা আর কারো মধ্যে নাই। দেশাত্মবোধক বা বঙ্গবন্ধুর গান শুনলে তাদের চোখে পানি চলে আসে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে এক কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভন বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার দায়িত্ব আমাদেরও আছে। ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধসহ স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা সোনার বাংলা গড়ার জন্য রক্ত দিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলার মানুষ যাতে ক্ষুধামুক্ত থাকতে পারে ও উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সবাইকে মিলে কাজ করতে হবে।’

‘একজন নারীও নাই কেন?’ উল্লেখ করে শোভন বলেন, ‘আমাদের দেশের জনগণের অর্ধেকই নারী। অথচ শাবিতে এই অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নেই ছাত্রলীগে।’

কর্মী সমাবেশে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করে আরও উচ্চ শিক্ষিত হবেন। উচ্চ শিক্ষিত হয়ে আবার দেশে ফিরে এসে এই দেশের জন্য আপনাদের মেধাকে কাজে লাগাবেন। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, বাংলাদেশ ছাত্রলীগ সেই সোনার মানুষ গড়ার কারিগর। প্রত্যেকে ছাত্রলীগের একজন মেধাবী শিক্ষার্থী হবেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় কাজ করে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।’

শোভন আরও বলেন, ‘শাবির সভাপতি রহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খানসহ বিভিন্ন নেতার উপর হামলা হয়েছে। তাদেরকে সবসময় স্মরণ করতে হবে। তাদের ত্যাগের বিনিময়ে আমরা ক্যাম্পাসে নির্ভয় ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারতেছি। আর বর্তমানে বাংলার মানুষদের মৃত্যুর ভয় নেই।’

সমাবেশে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রহুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহসভাপতি আল নাহিয়ান খান জয়, শাহরিয়ার কবীর বিদ্যুৎ, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক সালেকুর রহমান শাকিল, উপ-আন্তর্জাতিক সম্পাদক মিহির রঞ্জন দাস, উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন অপু, সহ সম্পাদক সাইদুল হক অপু ও ওয়াসিম আকরাম, কেন্দ্রীয় সদস্য রাহেল সিরাজ প্রমুখ।

উল্লেখ্য, প্রায় অর্ধ যুগ ধরে একই কমিটি দিয়ে চলছে শাবিপ্রবি ছাত্রলীগ। নতুন কমিটির দেখা মেলেনি। এদিকে কর্মী সমাবেশে নতুন কমিটি দেওয়ার বিষয়ে ছাত্রলীগ সভাপতি শোভন কিছুই বলেন নি। দীর্ঘদিন ধরে নতুন কমিটি গঠন না হওয়ায় পদ প্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তবে খুব শিগগির শাবি ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড