• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউজিসি প্রস্তাবিত নীতিমালা প্রত্যাখ্যান ডুয়েট শিক্ষকদের

  ডুয়েট প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৩
মানববন্ধন
মানববন্ধনে ডুয়েট শিক্ষকরা (ছবি : দৈনিক অধিকার)

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ ও পদোন্নতির জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন প্রস্তাবিত অভিন্ন নীতিমালা অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান এবং অগ্রীম বেতন বৃদ্ধি এবং অনুপার্জিত ইনক্রিমেন্ট দ্রুত পূর্ণবহাল করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ লুতফর রহমান বলেন, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহ (ডুয়েট, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট) স্ব স্ব নীতিমালার আলোকেই তাদের শিক্ষার মান মান বজায় রেখে চলছে। ইউজিসি প্রস্তাবিত নীতিমালা অগ্রহণযোগ্য, আমরা এই নীতিমালা প্রত্যাখ্যান করছি। পাশাপাশি মেধাবীদের শিক্ষকতা পেশায় প্রবেশের পথ রুদ্ধ করবে এই নীতিমালা, ফলে প্রকৌশল শিক্ষা মানের অবনতি ঘটবে।

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মোহাম্মদ শওকত ওসমান, অধ্যাপক ড. আবু নাঈম শেখ, অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা সহ প্রমুখ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড