• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর আন্দোলন

দুই বছরের ইন্টার্নশিপ বাতিলে রমেকে মানববন্ধন

  সাব্বির হাসান রাব্বি, রমেক প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৫
মানববন্ধন
রমেক শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

স্বাস্থ্য অধিদপ্তরের এক খসড়া বিজ্ঞপ্তি অনুসারে, মেডিকেল/ডেন্টাল কলেজ/প্রতিষ্ঠানের এমবিবিএস বা বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ দুই বছর করা হবে বলে জানানো হয়। এই সিদ্ধান্ত বাতিলে সারা দেশব্যাপী মানববন্ধন শুরু হয়।

রবিবার (১ সেপ্টেম্বর) রংপুর মেডিকেলের শিক্ষার্থীরাও সারা দেশব্যাপী চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনের আয়োজন করে। শিক্ষার্থীরা সকাল ১১টায় হাসপাতালের সামনে ১ ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে হাসপাতাল প্রাঙ্গণ মুখরিত করে তোলে। আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি ছিল একটাই আমরা দুই বছর ইন্টার্নশিপ বাতিল চাই।

আন্দোলনকারী মেডিকেল শিক্ষার্থীরা বলেন যে, ‘দুই বছর ইন্টার্নশিপ প্রস্তাবনা প্রত্যাহারের লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত শহীদ রংপুর মেডিকেল কলেজ আন্দোলন চালিয়ে যাবে। দুই বছর ইন্টার্নশিপ, আমরা মানি না, মানবো নাহ।’

প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অবস্থান (ছবি : দৈনিক অধিকার)

রংপুর মেডিকেলের শিক্ষার্থী লতিফুজ্জান স্নিগ্ধ বলেন, ‘২ বছর ইন্টার্নশিপের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা সম্পূর্ণ অযৌক্তিক। ইন্টার্ন পিরিয়ড হলো সিনিয়র চিকিৎসকদের অধীনে থেকে শেখার সময়। এটা উপজেলায় গিয়ে সেবা প্রদানের সময় নয়। উপজেলায় সেবা দেন মেডিকেল অফিসারগণ। উপজেলার চিকিৎসক সংকট নিরসনের জন্য বিসিএসের মাধ্যমে নিয়োগ দিতে হবে, ইন্টার্নরা কেন এই ঘাটতি পূরণ করতে উপজেলায় যাবে? তাছাড়া উপজেলায় গিয়ে আমরা শিখব কার কাছে? তাছাড়া সেখানে পর্যাপ্ত নিরাপত্তা, সুযোগ সুবিধার অনেক অভাব। আমরা ইন্টার্নশিপ দুবছর মানি না। তাছাড়া ভর্তির সময় ১ বছর ইন্টার্ন করার শর্তে স্বাক্ষর দিয়ে আমরা ভর্তি হয়েছি। আশা করি দ্রুত এই আদেশ সিদ্ধান্ত বাতিল করা হবে অন্যথায় আমরা শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব।’

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন যে, ‘এই আন্দোলন সরকারের বিরুদ্ধে না। এই আন্দোলন সেই সকল কুশীলবদের বিরুদ্ধে যারা দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংসের দিকে ধাবিত করার খেলায় মত্ত হয়েছেন। স্বাস্থ্য খাতের সকল অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে অন্তরায়।’

শিক্ষার্থীদের অবস্থান (ছবি : দৈনিক অধিকার)

মানববন্ধন শেষে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর শিক্ষার্থীরা একটি স্মারকলিপি প্রদান করেন। সারা দেশের প্রায় সব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এমন অযৌক্তিক প্রস্তাবনার বিরুদ্ধে নিজেদের ক্যাম্পাসে মানববন্ধন পালন করেছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড