• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবিতে মিনি বার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  বিজিসিটিইউবি প্রতিনিধি

২৬ আগস্ট ২০১৯, ১৮:১৭
বিজিসিটিইউবি
বিজয়ী দলকে ট্রফি প্রদান (ছবি : দৈনিক অধিকার)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (বিজিসিটিইউবি) এর ব্যবসায় অনুষদে ইন্ট্রা-সেমিস্টার মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধু ফ্রিডম স্কয়ারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক রণজিত কুমার দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড.নারায়ণ বৈদ্য ও কোষাধ্যক্ষ আ.ন.ম. ইউসুফ চৌধুরী।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ প্রয়োজন। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি পায়। টুর্নামেন্টটি আয়োজন করায় আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’

ব্যবসায় অনুষদের শিক্ষিকা নাহিদ জোবেদা এর সঞ্চালনায় এতে সমাপনী বক্তব্য রাখেন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক রণজিত কুমার দে। উক্ত টুর্নামেন্টে বিজিসি ফাইয়ার (৫ম সেমিস্টার) ২-০ গোলে বিজিসি রোভার্সকে (৭ম সেমিস্টার) হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং বিজিসি রোভার্স রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন করে বিজিসি দাবাং। ফাইনালে ম্যান অব ম্যাচ ও টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ হয় আজিজ।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বিএসএস স্পোর্টস ক্লাবের অধীনে এই টুর্নামেন্ট শুরু হয়। এতে বিভিন্ন সেমিস্টারের নয়টি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টটি আয়োজন করেন বিএসএস স্পোর্টস কমিটি। উক্ত আয়োজক কমিটিতে কনভেনর ছিলেন ব্যবসায় অনুষদের শিক্ষক আমানুল হক, মেম্বার সেক্রেটারি গোলাম শাহরিয়ার ও নাহিদ জোবেদা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড