• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে জন্মাষ্টমী উদযাপিত

  বেরোবি প্রতিনিধি

২৩ আগস্ট ২০১৯, ১৪:৫৩
বেরোবি
জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হিন্দু সম্প্রদায়ের মহাবতার শ্রীকৃষ্ণের ৫২৪৫তম জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টায় সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়ক থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শতাধিক কৃষ্ণ ভক্ত গীতাযজ্ঞে অংশ নেন।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাতন বিদ্যার্থী সংসদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আকাশ রয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার চক্রবর্তী, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাম প্রসাদ বর্মণ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বকুল কুমার চক্রবর্তী ও কিছু শিক্ষার্থী।

সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের প্রধান আদর্শ ছিল সমাজে মানুষের মধ্যে সংঘাত অবসানে সত্যিকার ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলা। শ্রীকৃষ্ণ জীবনব্যাপী মানবতার বন্ধন ও মুক্তির পথ খুঁজেছেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড