• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে তিন দিনব্যাপী রেডিও কর্মশালার উদ্বোধন

  বেরোবি প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, ২২:২০
প্রশিক্ষণ কর্মশালা
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাস রেডিও নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এই কর্মশালার উদ্বোধন করেন। আগামী ২১ থেকে ২৩ আগস্ট এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আগামী তিন মাসের মধ্যে বেরোবিতে ক্যাম্পাস টিভি চালুর উদ্যোগ নেয়ার কথা জানান।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি স্কুল অব হেলথ অ্যান্ড সায়েন্সের রিসার্চ অ্যাসোসিয়েট ড. তানভির আবির, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. ইউসুফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. সারোয়ার আহমাদ, সহিবুর রহমান, বিউটি মন্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ফাহিমুল কাদের সিদ্দিকীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড