• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ জিইউবি শাখার সভাপতি তানিম, সম্পাদক অন্তর

  ক্যাম্পাস ডেস্ক

২০ আগস্ট ২০১৯, ১৭:০৫
গ্রিন ইউনিভার্সিটি বন্ধুমঞ্চ
বন্ধুমঞ্চের সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ গ্রিন বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ (জিইউবি) শাখার কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমাম হাসান তানিমকে সভাপতি ও একই বিভাগের আবু বকর সিদ্দিক অন্তরকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দৈনিক অধিকারের সহযোগী সম্পাদক গোলাম যাকারিয়া এক বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি ফেরদাউস ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিথি রায়, অর্থ সম্পাদক সাবিকুন নাহার স্বর্ণা, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত সরকার, তথ্য-প্রযুক্তি সম্পাদক সাইমুন ইসলাম সুপ্ত, সাহিত্য সম্পাদক মাহাদি আহমেদ শুভ, সাংস্কৃতিক সম্পাদক নুরে আলম সিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদুল আলম রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানভির আদনান, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ ও ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মো. শফিউল্লাহ।

বন্ধুমঞ্চের কমিটি (ছবি : দৈনিক অধিকার)

এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মিসবাহ উল হক, ইইই বিভাগের প্রভাষক সাদ জামান শাওন ও ইংরেজি বিভাগের প্রভাষক সুমাইয়া আফরিন।

এছাড়া কার্যকারী সদস্য হিসেবে রয়েছেন- তন্ময় শার্মা, নাফিজ ইমতিয়াজ শুভ, আসমাউল হুসনা রিমা, রাফসানা জাহান নেহা, ফাইয়াজুর ভূঁইয়া, শাকিল আহমেদ শাহেদ, ইমতিয়াজ আহমদে, মাহমুদুল হাসান শুভ, তাসফিম পিয়াল ববি, দূর্জয় চন্দ্র ব্যাপারী, মাহমুদুল হাসান আবির।

বন্ধুমঞ্চের নবগঠিত কমিটির সভাপতি ইমাম হাসান তানিম বলেন, ‘আমাকে দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ গ্রিন বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ শাখার সভাপতি মনোনীত করায় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশা করি বন্ধুমঞ্চের সঙ্গে কাজ করে নিজেকে সামগ্রিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারব। এছাড়া রাষ্ট্র ও সমাজের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে যুক্ত হয়ে দেশসেবায় এগিয়ে যেতে পারব বলে আমি বিশ্বাস করি। আমি বন্ধুমঞ্চের মতো প্লাটফর্মে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত।’

সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক অন্তর বলেন, ‘আমাকে দৈনিক অধিকারের বন্ধুমঞ্চ গ্রিন বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক নির্বাচন করায় আমি কৃতজ্ঞ। বন্ধুমঞ্চের মতো সংগঠনে যুক্ত হতে পেরে আমি গর্ববোধ করছি। বন্ধুমঞ্চের মতো প্লাটফর্মে আমার মানসিক বুদ্ধি ভিত্তিক চিন্তা চেতনার পরিপূর্ণ বিকাশ সাধনে সাহায্য করবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড