• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুয়েট শিক্ষককে লাঞ্ছনা, পবিপ্রবি শিক্ষক সমিতির নিন্দা

  পবিপ্রবি প্রতিনিধি

১৮ আগস্ট ২০১৯, ২২:০৭
পবিপ্রবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

রাজশাহীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হাতে লাঞ্ছিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মো. রাশিদুল ইসলাম। ওই ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতি।

রবিবার (১৮ আগস্ট) পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশিদুল ইসলাম ও তার স্ত্রী গত ১০ আগস্ট (শনিবার) নজিরবিহীন ভাবে রাজশাহী শহরের সাহেব বাজার মণি চত্বরে কতিপয় বখাটে ও সন্ত্রাসীর দ্বারা হামলা ও লাঞ্ছনার শিকার হন। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ও হৃদয়বিদারক।

সমাজ গঠনের কারিগর শিক্ষকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে তা খুবই নিন্দনীয়। শিক্ষকদের দাবি একটাই দোষীদের অতিদ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড