• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে দেয়ালিকায় বঙ্গবন্ধুকে স্মরণ

  পিসিআইইউ প্রতিনিধি

১৮ আগস্ট ২০১৯, ০৮:১২
পিসিআইইউ
দেয়ালিকা ‘সংযোগ’ এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের দেয়ালিকা ‘সংযোগ’ এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

এবারের দেয়ালিকা ‘সংযোগ’ সংখ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণসহ প্রকৃতির কথা নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করা হয়।

শনিবার (১৭ আগস্ট) বেলা দেড়টায় পিসিআইইউ ক্যাম্পাসে দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা আজ স্বাধীনতা অর্জন করেছি। আমাদেরকে তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে হবে। তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর সেই লক্ষ্যে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকতা বিভাগের এ ধরনের উদ্যোগ তাই প্রশংসনীয়।

এ সময় আরও বক্তব্য রাখেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ফসিউল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মফজল আহমেদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. ইউনুস, সাংবাদিকতা বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. শহীদুল্লাহ রিপন, সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড