• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবিতে ছুটির শুরুতে চুরির হিড়িক

  নোবিপ্রবি প্রতিনিধি

০৯ আগস্ট ২০১৯, ১৮:০১
নোবিপ্রবি
আব্দুস সালাম হল (ছবি : দৈনিক অধিকার)

ঈদের ছুটির শুরুতেই চুরির হিড়িক পড়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলে। শুক্রবার (৯ আগস্ট) ভোর চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুস সালাম হলে এলইডি টেলিভিশন চুরির ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিগত বছর গুলোতে ঈদের ছুটিসহ অন্যান্য ছুটিতে ফাঁকা হলে চুরির ঘটনা ঘটলেও প্রশাসন বরাবরই উদাসীন ভূমিকা পালন করছে।

বারবার হল থেকে চুরি হওয়ার বিষয়ে জানতে চাইলে ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রাধ্যক্ষ ড. গাজী মহসীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আর কোনো বিশ্ববিদ্যালয় এমন ঘটনা হয় কী-না আমার জানা নেই। হলে শিক্ষার্থী এবং নিরাপত্তা কর্মী থাকা অবস্থায় হল থেকে চুরি হওয়া এটা খুবই দুঃখজনক। আজ থেকে হলে তালা এবং হলে বাড়তি নিরাপত্তাকর্মী দেওয়া হয়েছে।

আশা করি এমন ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। আর ঈদের ছুটির পর এই বিষয়ে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে বসব এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড