• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপাচার্যের নেতৃত্বে বশেফমুবিপ্রবি পরিচ্ছন্নতা অভিযান

  বশেফমুবিপ্রবি প্রতিনিধি

০৮ আগস্ট ২০১৯, ০২:৫৬
বশেফমুবিপ্রবি
পরিচ্ছন্নতা অভিযান (ছবি : দৈনিক অধিকার)

ডেঙ্গু প্রতিরোধে এবং বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গমাতার স্মৃতি অম্লান রাখতে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে এবং সর্বস্তরের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে এবং তা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অনুষদের সমন্বয়ে জামালপুর সদরে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় প্রতি সপ্তাহে এই অভিযান পরিচালিত হবে।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু অ্যাকাডেমিক জ্ঞান চর্চার জায়গা নয়। ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের সর্বোচ্চ উন্নয়নের লক্ষে সর্বক্ষেত্রে ভূমিকা রাখা এবং ইতিবাচক মনোভাব সৃষ্টি ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার জায়গা বিশ্ববিদ্যালয়। সুষ্ঠু জ্ঞান চর্চাই পারে একটি দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করতে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে ৪ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ভর্তি কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। সভায় আর উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) আব্দুর রেজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মহিউদ্দিন মোল্লা, চার বিভাগের চেয়ারম্যানবৃন্দ। সভায় সঠিকভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করণের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড