• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকে অশালীন মন্তব্য

বেরোবির তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

  বেরোবি প্রতিনিধি

০২ আগস্ট ২০১৯, ১৪:৩৯
বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান কে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার দায়ে তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টিকে খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করেন।

বরখাস্তকৃত কর্মচারীরা হলেন- ক্যাফেটেরিয়ায় কর্মরত সিনিয়র পিএ কাম কম্পিউটার অপারেটর মো. রবিউল ইসলাম, নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী মো. নুর আলম মিয়া এবং রসায়ন বিভাগের ল্যাব অ্যাটেনডেন্ট মো. মালেক মিয়া।

উল্লেখ্য, গত ২৫ জুলাই তিনজন কর্মচারীকে কারণ দর্শানোর একটি নোটিশ দেয়া হয়েছিল। এ বিষয়ে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় অসদাচরণের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন-২০০৯ এবং সরকারি কর্মচারী আইন (শৃঙ্খলা ও আপিল)-২০১৮ আইনের বিধি ১২(১) অনুযায়ী শৃঙ্খলা বিনষ্টের দায়ে তাদের সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড