• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি

  ববি প্রতিনিধি

০২ আগস্ট ২০১৯, ১৩:২৭
বরিশাল বিশ্ববিদ্যালয়
ববি ছাত্রলীগের পরিচ্ছন্নতা কর্মসূচি (ছবি : সংগৃহীত)

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল ৪টায় বঙ্গবন্ধু হলের সামনে থেকে ‘আমি করি, আপনি করুন, আমরা সবাই করি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

জানা যায়, ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলা ও শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন রাখতে এ ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. একে এম মাহবুব হাসান এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, ছাত্রলীগের নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধন শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বঙ্গবন্ধু হল ও শেরেবাংলা হলের আশপাশের স্থান পরিষ্কার করে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. একে এম মাহবুব হাসান বলেন , ‘সকল ভালো কাজের সঙ্গে আছি। বিভিন্ন সামাজিক সংগঠনসহ ছাত্রলীগ ক্যাম্পাস পরিচ্ছন্নতায় অংশ নিয়েছে, সবার ভালো কাজের ধারাবাহিকতা বজায় থাকুক।’

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আহমেদ সিফাত বলেন, ‘আমরা সবসময়ই শিক্ষার্থী বান্ধব কাজ করতে চাই। তারই অংশ হিসেবে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় অংশ নিয়েছি। ময়লা-আবর্জনা পরিষ্কার করছি।’

অপর এক ছাত্রলীগ নেতা আলীম সালেহী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মচারীরা ঠিক ভাবে কাজ করে না। ময়লা আবর্জনা যেখানে সেখানে পরে থাকে। আমরা সেগুলা একত্রিত করে বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার দিয়েছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড