• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবি ছাত্রীর মৃত্যুতে শিক্ষার্থীদের শোক সভা ও র‍্যালি

  জাবি প্রতিনিধি

৩০ জুলাই ২০১৯, ১৫:৩৯
জাবি র‍্যালি
উ খেং রাখাইনের অকাল মৃত্যুতে জাবি শিক্ষার্থীদের র‍্যালি (ছবি : সংগৃহীত)

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৮তম আবর্তনের (প্রথম বর্ষ) শিক্ষার্থী উ খেং নু রাখাইনের মৃত্যুতে শোক সভা ও র‍্যালি করেছে ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে ফার্মেসি বিভাগ থেকে একটি শোক র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের জোবায়ের সরণি হয়ে শহীদ মিনারে তাৎক্ষণিক শোক সভা শেষে নতুন কলা অনুষদ হয়ে ফার্মেসি বিভাগে গিয়ে শেষ হয়।

শহীদ মিনারে উ খেং নু রাখাইনের স্মৃতিকে স্মরণ করে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক পীযূষ সাহা বলেন, ‘উ খেং রাখাইনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা চাই না, আর কোনো প্রাণ এভাবে অকালে ঝড়ে যাক। তার মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। এই জন্য আমরা বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। এর অংশ হিসেবে আগামীকাল ফার্মেসি ভবনের আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব।’

শোক সভা ও র‍্যালিতে ফার্মেসি বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী উ খেং নু রাখাইন মৃত্যুবরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম শহরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড