• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  জাককানইবি প্রতিনিধি

২৭ জুলাই ২০১৯, ২১:৩৫
জাককানইবিতে কর্মশালা
বিতর্ক বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীরা (ছবি : সংগৃহীত)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১০টায় এই কর্মশালা শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ও আরবি বিভাগের প্রভাষক মাহাদি হাসান, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক কনভেনার ও গৌরীপুর সরকারি কলেজের সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিন ইয়াহিয়া, এস এম হল ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও শেখ বোরহান উদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট সরকারি কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজ সরকার, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও র‍্যাব-১৪ এর এএসপি তৌফিকুল আলম, ঢাবির বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাদী হাসান খান।

সংসদীয় বিতর্কের এপিঠ ওপিঠ, বিতর্কের কৌশল, বারোয়ারী বিতর্ক, এবং ইংরেজি বিতর্ক বিষয়ের উপর প্রশিক্ষকগণ আলোচনা করেন।

ডিবেটিং সোসাইটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলীর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- নৃবিজ্ঞানের সহকারী অধ্যাপক মাহমুদুল হক, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সাদিক হাসান শুভ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক চন্দন কুমার পাল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, সোসাইটির মডারেটর ফাহাদুজ্জামান শিবলী, ডিবেটিং সোসাইটির সহসভাপতি ফিরোজ আহম্মেদ, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ডিবেটিং সোসাইটির ৫০ জন স্থায়ী সদস্য। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড