• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে ইফেক্টিভ রিলেশনশিপ শীর্ষক সেমিনার

  বেরোবি প্রতিনিধি

২০ জুলাই ২০১৯, ১৮:০২
সেমিনার
এক্সেপ্টেন্স অ্যান্ড গোল সেটিং অ্যান্ড ইফেক্টিভ রিলেশনশিপ’ শীর্ষক সেমিনার (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিতার্কিক সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘এক্সেপ্টেন্স অ্যান্ড গোল সেটিং অ্যান্ড ইফেক্টিভ রিলেশনশিপ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ভবনের পলিটিকাল সাইন্স গ্যালারি রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ইসরাত জাহানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ আনোয়ারুল আজিম এবং মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেডিকেলের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিউর অর্গানাইজেশনের এইচ আর সীরাজুম মুনিরা। এছাড়া আরও বক্তব্য দেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান অন্তর।

সেমিনারে মূল আলোচক বলেন, ‘ডিপ্রেশন বা বিষণ্ণতা আমাদের একটি বড় চ্যালেঞ্জ। এজন্য আমাদের সামাজিক দক্ষতা দরকার। যাদের ডিপ্রেশন বা বিষণ্ণতা বেশি তারা তত বেশি মাদকের দিকে ঝুঁকে পড়ে।’

এছাড়া তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ক্যারিয়ার বিষয়ক আলোচনা রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর অতিথিদের উপহার এবং ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড