• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়েটে তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু

  চুয়েট প্রতিনিধি

১৮ জুলাই ২০১৯, ১৭:৪৩
উৎসবের উদ্বোধন
চুয়েটে তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধন (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘চার অধ্যায়ের উপন্যাসে, চিরন্বয় চিরন্তনে’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের ৪৫তম (১৪ব্যাচ) ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব ‘চুয়েট র‌্যাগ-২০১৯, চিরন্বয়-১৪’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। এ উপলক্ষ্যে দুপুরে পুরকৌশল ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে গোল চত্বরে এসে শেষ হয়। এ সময় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, শেখ রাসেল হলের প্রভোস্ট ও মানিবক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে র‌্যাগ ডে-২০১৯-এর কেক কাটা হয়।

উৎসবের প্রথম দিনে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- রক্তদান কর্মসূচি, ফ্ল্যাশ মব, কালার ফেস্ট, ফায়ারওয়ার্কস এবং সন্ধ্যায় ডিজে পার্টির আয়োজন করা হয়েছে। এই ডিজে পার্টিতে পারফর্ম করবে রেডিসন ব্লু-এর অফিসিয়াল হাউজ ডিজে- ডিজে রক্তিম।

উৎসবের দ্বিতীয় দিনের (শুক্রবার) আয়োজনে থাকছে চলচ্চিত্র প্রদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাপনী দিনের (শনিবার) আয়োজনে রয়েছে সবচেয়ে বড় চমক। এদিন বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত হবে দেশের সবচেয়ে বড় পরিসরের কনসার্ট। উক্ত কনসার্টে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, শিরোনামহীন এবং জলের গান।

এছাড়া রয়েছে ব্যান্ড স্টোন, দা ট্রি, নাটাই, উন্মাদ, মেট্রিকাল, সারোগেটজ, লুনিজ, দ্যা রকচাইল্ড এবং ইলেক্ট্রিক্যাল ফোর্স। সেই সঙ্গে মঞ্চ কাঁপাতে আসবে চুয়েটের শিক্ষার্থীদের গড়া ব্যান্ড হাওলাতি, জ্যাকস্টান এবং রকরেজ।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় থাকছে বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল সিকিউরিটি সিস্টেম আই সিকিউর মোবাইল সিকিউরিটি।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড