• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবি শিক্ষককে হয়রানি, ইবি শিক্ষক সংগঠনের প্রতিবাদ

  ইবি প্রতিনিধি

১৭ জুলাই ২০১৯, ১৮:৩৬
ইসলামি বিশ্ববিদ্যালয়
ইসলামি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুককে বিভিন্নভাবে হয়রানি এবং হুমকি প্রদান করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও ওষুধ প্রযুক্তি বিভাগের প্রবীণ অধ্যাপক আ ব ম ফারুক এর নেতৃত্বে একদল গবেষক কর্তৃক পরিচালিত খাদ্যপণ্যের মান সংক্রান্ত গবেষণার মাধ্যমে পাস্তুরিত এবং অপাস্তুরিত তরল দুধে ক্ষতিকর মাত্রায় অ্যান্টিবায়োটিকের উপস্থিতি প্রমাণ করেছেন এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এহেন সময়োপযোগী সচেতনামূলক গবেষণার জন্য অধ্যাপক আ ব ম ফারুক এর প্রতি শাপলা ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

বিভিন্ন গণমাধ্যমে তার গবেষণালব্ধ ফলাফল প্রকাশের ঘটনায় তাকে বিভিন্নভাবে হয়রানি এবং হুমকি প্রদান করায় শাপলা ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় গভীরভাবে উদ্বিগ্ন ও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি না ছড়িয়ে, খাদ্যের মান নিশ্চিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও জানিয়েছে সংগঠনটি।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড