• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিভুক্তি বাতিল না হলে ক্লাসে ফিরবে না ঢাবি শিক্ষার্থীরা

  ঢাবি প্রতিনিধি

১৭ জুলাই ২০১৯, ১৬:০৪
অবস্থান কর্মসূচি
দাবি আদায়ে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলেও জানিয়েছেন।

বুধবার (১৭) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীরা তারা তাদের কার্যক্রম শুরু করে। এরপর শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- চলতি শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিল, দুই মাসের মধ্যে সব পরীক্ষার ফল দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করতে হবে এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করতে হবে।

আন্দোলনের নেতৃত্বে থাকা ‘সাত কলেজ বাতিল চাই’ কমিটির মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাকিল মিয়া বলেন, ‘আমরা আমাদের চারটি দাবি নিয়ে এর আগে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের দাবি মানে নাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাবো। আজকের মত আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া একইভাবে আগামীকাল ১১টায় আবার আন্দোলন হবে।’

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

কমিটির আহবায়ক ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আকাশ হোসেন আবিদ বলেন, ‘অধিভুক্ত সাত কলেজের কারণে আমাদের বিভিন্ন জায়গায় পরিচয় সংকট এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আমরা অবিলম্বে এর থেকে পরিত্রাণ চাই।’

এ বিষয়ে জানতে চাইলে আরহাম অ্যাকন নামের একজন বলেন, ‘আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের ইতিহাস ঘাঁটুন, প্রতিটা পৃষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাবেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাস আজ কিছু সাত কলেজের শিক্ষার্থীরা আটকে দিলো, প্রক্টরকে জানানো হলো, তিনি সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ নিলেন। আজ আমাদের কিছু বোন যখন নিজেদের হলে যাচ্ছিলেন তাদের হেনস্তা করা হলো। কিছু ভাইদের মারার হুমকি দেওয়া হলো, কাউকে হামলা করা হলো। এর দায় কার? এদের আশ্রয়দাতা আমাদের প্রশাসন নয় তো? আর ঘরে বসে থাকার সুযোগ নেই, আর পিছনে ফেরার ও সুযোগ নেই। এখন সময় অধিভুক্তদের বাতিল করা।’

শিক্ষার্থীদের সড়ক অবরোধ (ছবি : দৈনিক অধিকার)

এ সময় আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।

অবস্থান কর্মসূচি থেকে অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ‘ঢাবির বাস আটকায় কে? প্রশাসন জবাব চাই’, ‘শোন বোন শোন ভাই, ঢাবির কোনো শাখা নাই’ ‘রাখতে ঢাবির সম্মান সাত কলেজ বেমানান’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলো।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড