• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাজী দানেশে বিবিএ ১৯তম ব্যাচের উদ্যোগে বৃক্ষরোপণ

  হাবিপ্রবি প্রতিনিধি

১০ জুলাই ২০১৯, ২০:০৫
হাবিপ্রবি
বৃক্ষরোপণ কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকালে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক টি. এম. টি ইকবাল।

কর্মসূচির উদ্বোধন শেষে অধ্যাপক ইকবাল বৃক্ষ রোপনের পদ্ধতি, পরিচর্যা, বিভিন্ন ধরনের গাছের পরিচিতি ও উপকারিতা তুলে ধরেন। উপস্থিত সকলকে বৃক্ষ রোপণের তাগিদ দিয়ে ভবিষ্যতে নিজের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন এই প্রবীণ শিক্ষক।

এ সময় ইন্দোনেশিয়া থেকে আনীত দুর্লভ প্রজাতির স্ন্যাক ফ্রুটস ও সাতকড়া জাতের বৃক্ষ, সোনালু, করি, করবী, স্বর্ণচাঁপাসহ বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রোপণ করা হয়।

ব্যবসায় শিক্ষা অনুষদের ১৬তম ব্যাচের (বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচ) শিক্ষার্থী নুসরাত মিলি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে যে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে সে বিরূপ প্রভাব থেকে আমাদের পরিবেশকে রক্ষা করতেই আমাদের এই উদ্যোগ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- অনুষদের শিক্ষার্থী রায়হান বেগ, মাসুম পারভেজ, নাহিদ হাসান প্রমুখ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড