• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিতে ‘স্টুডেন্টস ভিউ ফর কোয়ালিটি অ্যাডুকেশন’ শীর্ষক কর্মশালা

  শাবি প্রতিনিধি

০৭ জুলাই ২০১৯, ১৭:২১
শাবিপ্রবি
বক্তব্য রাখছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (ছবি : দৈনিক অধিকার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে স্টুডেন্টস ভিউ ফর কোয়ালিটি অ্যাডুকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের থেকে মতামত নেওয়া হয়।

রবিবার (৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় প্রধান অতিথির বক্তেব্যে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ভবিষ্যত জীবনে নিজেদের সফল মানুষ হিসেবে দেখতে চাইলে তোমাদের পরিশ্রম করতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে। তোমাদের মনে রাখতে হবে যে অধ্যয়ন ও অধ্যাবসায় হচ্ছে সফলতার মূলমন্ত্র। মাত্র চারটি বছর পরিশ্রম ও কষ্ট করে ভালো অবস্থানে চলে যেতে পারলে পরবর্তীতে পুরো জীবনই আরামে কাটানো যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছু করছে শুধু শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ে সকল সুযোগ সুবিধা শুধু তোমাদের কল্যাণের জন্য। ভবিষ্যতে আবাসন থেকে শুরু করে সকলক্ষেত্রে আরও সুবিধা বাড়ানো হবে। এসব কিছুর পেছনে আমাদের একটাই লক্ষ্য-তোমরা যাতে ভালো মানুষ হও, ভালো করতে পার এবং ভবিষ্যত জীবন তোমাদের সুন্দর হয়। তবে মনে রাখতে, যারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে তাদের ব্যাপারে কোনো ছাড় নেই। তাই তোমরা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি মেনে চলার ব্যাপারে শতভাগ যত্নবান হবে। র‌্যাগিং, মাদক, জঙ্গিবাদ, যৌনহয়রানি, কোর্স ড্রপ ইত্যাদি থেকে তোমাদের দূরে থাকতে হবে। পরে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন উপাচার্য।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম। এছাড়া কর্মশালায় কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

উল্লেখ্য, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ওশেনোগ্রাফি এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড