• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শনিবার মাঠে গড়াচ্ছে বুয়েট বিশ্বকাপ

  বুয়েট প্রতিনিধি

০৫ জুলাই ২০১৯, ২১:৪৮
ফুটবল টিম
সোহরাওয়ার্দী হল ফুটবল টিম (ছবি : সংগৃহীত)

আগামীকাল শনিবার (৬ জুলাই) থেকে বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হতে যাচ্ছে বুয়েট বিশ্বকাপ খ্যাত ‘আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০১৯’।

গত ৩০ জুন শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এর সময়সূচি জানানো হয়েছিলো। ছাত্রকল্যাণ পরিচালক উপস্থিত না থাকায় বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক।

প্রাথমিকভাবে এবারের টুর্নামেন্টে ৭টি হল অংশ নিচ্ছে। হলগুলো হলো- আহসানউল্লাহ হল, তিতুমীর হল, শেরে বাংলা হল, সোহরাওয়ার্দী হল, নজরুল ইসলাম হল, ড. এম. এ. রশীদ হল এবং শহীদ স্মৃতি হল।

গত দুই বছর শহীদ স্মৃতি হল টুর্নামেন্টে অংশ না নিলেও, এ বছর তারা আবারো ফিরে আসতে চান। এ ব্যাপারে জানতে চাওয়া হলে শহীদ স্মৃতি হলের মো. সোয়াদ সাত্তার বলেন, ‘হল ফুটবলের প্রস্তুতি থেকে শুরু করে, টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত মোটামুটি এক মাস বিকেলের খেলা বন্ধ থাকে। এত দীর্ঘ সময় সিনিয়ররা মাঠের বাইরে থাকতে পারেন না। এজন্যই তারা এবার অংশগ্রহণের ব্যাপারে এতটা আগ্রহী।’

ইতোমধ্যেই হলগুলো প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে। নিজেদের মত সকাল-বিকাল কঠোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা। প্রতিটি দলই নিজেদের সেরাটা দিয়ে টুর্নামেন্ট খেলতে চান এবং জিততে চান। এ প্রসঙ্গে গত আসরের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আহসান উল্লা হলের সৌরভ বণিক বলেন, ‘যদিও এর আগের বার আমরা বিজয়ী হয়েছি কিন্তু এবার প্রতিটা হলের টিমই সমান শক্তিশালী এবং কঠোর পরিশ্রমী। ম্যাচে যে হল ভালো খেলবে, তারাই বিজয়ী হবে।’

টুর্নামেন্ট প্রসঙ্গে বুয়েটের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মারুফুল হক বলেন, ‘আমি একই সঙ্গে সারপ্রাইজড এবং শকড। সারপ্রাইজড এজন্য যে, হলের প্র্যাকটিসে প্রতি হলে ৪০-৫০ জন করে আসে, অবশ্যই এটা আনন্দের ব্যাপার। কিন্তু বুয়েট টিমের প্র্যাকটিসে কেউ আসেনা, এজন্য আমি একরকম শকড। একজন শিক্ষার্থীর কাছে ভার্সিটির থেকে হল এত বড় কেন হবে? হয়তো এমন হতে পারে তারা বুয়েট টিমে কনফিডেন্স পায়না। কিন্তু হলেও তো ১৮ জনই খেলবে। ৪০-৫০ জনের মধ্যে যদি ১৮ জনের দলে খেলার কনফিডেন্স পায় ,তাহলে বুয়েট টিমে কেন নয়?’

উল্লেখ্য, আয়োজন, উত্তেজনা, উন্মাদনা কিংবা দর্শক উপস্থিতিতে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা বুয়েটের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা। আর এ কারণেই এই প্রতিযোগিতা বুয়েটের বিশ্বকাপ হিসেবে সমধিক পরিচিত।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড