• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসে ইবিতে তদন্ত কমিটি

  ইবি প্রতিনিধি

০১ জুলাই ২০১৯, ১৯:৩৯
রুহুল ও রহিম
নিয়োগ বাণিজ্যে অভিযুক্ত দুই শিক্ষক (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ জুলাই) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া।

কমিটির সদস্যদের ঘটনার সত্যতা যাচাই, দোষী ব্যক্তিদের চিহ্নিত করা এবং অপরাধের মাত্রা নির্ধারণ করে যথা শীঘ্রই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার (২৯ জুন) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ৮ মিনিটের অডিও ফাঁস হয়। ফাঁস হওয়া অডিওতে ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুহুল আমিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিমের সঙ্গে আরিফ নামে এক প্রার্থীর ১৮ লাখ টাকার চুক্তি হয়। এর মধ্যে নিয়োগ পাওয়ার আগে ১০ লাখ ও পরে আরও ৮ লাখ দিতে বলেও দেন দরবার হয়।

এ ঘটনার সঙ্গে দুই শিক্ষকের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় শনিবার (২৯ জুন) প্রশাসন তাদের সাময়িক বরখাস্ত করে এবং ওই বিভাগের শিক্ষক নিয়োগ নির্বাচনি বোর্ড (লিখিত ও মৌখিক পরীক্ষা) স্থগিত করেন।

এর আগেও ২০১৭ সালের ২ এপ্রিল একই নিয়োগ বোর্ড নিয়ে বাণিজ্যের ছক কষে এই রুহুল আমীন। তবে সেই যাত্রায় প্রশাসনের ছত্রছায়ায় লঘু দণ্ডে রেহাই পান তিনি এমন অভিযোগ শিক্ষক সমিতির নেতাদের।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড