• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নজরুল গতিশীল তারুণ্য ও সংগ্রামী মানসিকতার প্রতীক : চবি উপাচার্য

  চবি প্রতিনিধি

৩০ জুন ২০১৯, ২২:০৭
আন্তর্জাতিক সেমিনার
বক্তব্য দিচ্ছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গতিশীল তারুণ্য আর সংগ্রামী মানসিকতার প্রতীক। আমাদের জাতীয় জীবনে কবি নজরুল অপরিহার্য। নানা মাত্রিক সাহিত্যের মাধ্যমে তিনি ভারতবর্ষের স্বাধীনতায় অবদান রেখেছেন। তাঁর সৃষ্ট সাহিত্যে প্রাণ আছে। অস্তিত্ব রক্ষার জন্য দৃঢ় থাকার প্রত্যয় আছে।’

রবিবার (৩০ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে 'বাঁশরি ও তূর্যের জয় হোক' প্রতিপাদ্যে জাতীয় কবি নজরুলের ১২০ তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুলকে তারুণ্যের কবি উল্লেখ করে তিনি বলেন, ‘তারুণ্যকে নিয়ে স্বপ্ন দেখেছেন কবি নজরুল। নজরুল ‘বল বীর’ বলে যাদের সম্বোধন করেছেন তারা অসাধারণ শক্তিময় তারুণ্য। তরুণ শিক্ষার্থীরা নজরুলের কবিতা পড়ে মানবিক ও সংগ্রামী চেতনা লালন করবে। যুগে যুগে সকল প্রকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হবে।’

তিনি আরও বলেন, ‘নজরুলের কবিতায় বাঙালি জাতি সকাল বেলার পাখি হয়ে জেগেছে। তিনি পুরাতনকে ধ্বংস করে প্রতিনিয়ত নিত্য-নতুন সৃষ্টির প্রয়াস দিয়েছেন। নজরুল সৃষ্ট সাহিত্যকর্ম আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।’

এর আগে সকাল ১০ টায় জাতীয় কবি নজরুলের ১২০ জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্লাসের মধ্যে সীমাবদ্ধ না। জ্ঞান অর্জনের জন্য যা আয়োজন তা করতে হবে। এরকম সেমিনার প্রয়োজনের তুলনায় কমই হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি আশাবাদী, ভবিষ্যতে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথকে সুগম করতে এমন সেমিনার আরও বেশি বেশি আয়োজিত হবে।’

আবৃত্তিশিল্পী ও সংগঠক রাশেদ হাসান এবং বাংলা বিভাগের শিক্ষার্থী উমেচিং মারমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি এবং কবি নজরুলের ১২০তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক সেমিনার উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মহীবুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের ২য় পর্ব সেমিনার পর্বে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক। এ অধিবেশনে ৩ টি প্রবন্ধ উপস্থাপিত হয়। 'কাজী নজরুল ইসলাম ও বিশ্বসাহিত্য' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল, ভারতের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. মোনালিসা দাস। 'নজরুলের শৈশব ও সাম্যবাদের ইশারা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল, ভারতের নজরুল সেন্টারের সোস্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের ডিরেক্টর ড. স্বাতী গুহ। এবং 'চলচ্চিত্রের নজরুল' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন, ভারতের বাংলা বিভাগের অধ্যাপক ড. মানবেন্দ্রনাথ সাহা।

উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক ড. লায়লা জামান এবং কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিত চৌধুরী। অনুষ্ঠানের শেষ অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড