• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার

  জাককানইবি প্রতিনিধি

২৪ জুন ২০১৯, ১০:৫৮
জাককানইবি
স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার (ছবি : দৈনিক অধিকার)

‘ব্রেস্ট অ্যান্ড সার্ভিক্যাল ক্যানসার অ্যাওয়ারনেস স্ক্রিনিং’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা ছাত্রী হল। রবিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সেমিনারটি সন্ধ্যা ৭টায় শুরু হয়ে শেষ হয় রাত ৯টা ৩০ মিনিটে।

সেমিনারের সভাপতিত্বে ছিলেন দোলনচাঁপা হলের প্রভোস্ট জান্নাতুল ফেরদৌস। এতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্রী সেমিনারে অংশগ্রহণ করে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন- জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের এপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি শিক্ষার্থীদের ক্যানসারের লক্ষণ, কারণ, প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি আরও জানান, বিভিন্ন কারণে স্তন ক্যানসার হতে পারে যেমন- খাদ্যাভ্যাস, জেনেটিক ও অভ্যন্তরীণ শারীরিক রাসায়নিক প্রক্রিয়ার কারণে। স্তন ক্যানসার লক্ষণগুলো হিসেবে উল্লেখযোগ্য কারণ হিসেবে উল্লেখ করেন- স্তনে চাকা বা পিণ্ড, নিপল বা বোঁটা ভেতরে ঢুকে যাওয়া, অসমান বা বাঁকা হয়ে যাওয়া, নিপল দিয়ে অস্বাভাবিক রস বা রক্তক্ষরণ হওয়া, চামড়ার রং বা চেহারায় পরিবর্তন, বগলতলায় পিণ্ড বা চাকা।

এছাড়াও তিনি প্রতি পাঁচ বছরে একবার অথবা নারীর বয়ঃসন্ধি কাল চলার পর থেকে মেনোপজ হওয়ার আগে বা নারীর পূর্ণজীবনকালে অন্ততপক্ষে একবার ব্রেস্ট ক্যানসার অথবা টিউমার বিষয়ক পরীক্ষা করতে পরামর্শ দেন। স্থানীয় উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়েও মহিলারা এ পরীক্ষা করতে পারেন যাতে রোগ গভীরতা লাভ করার আগেই সঠিক পদক্ষেপ নেওয়া যায়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড