• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবির জয় বাংলা গেটের ফুট ওভার ব্রিজ

৬ মাসের কাজ শেষ হয়নি ৯ মাসেও!

  রনি খা

২০ জুন ২০১৯, ১৭:৪৯
ফুট ওভার ব্রিজ
অসমাপ্ত ফুট ওভার ব্রিজ (ছবি : দৈনিক অধিকার)

ছয় মাসে যেই ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। ৯ মাস শেষেও তা পরিপূর্ণতা পায়নি। অর্ধেক নির্মাণ শেষে নীরব দাঁড়িয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জয় বাংলা গেটের নির্মাণাধীন ফুটওভার ব্রিজ।

গত বছরের অক্টোবর মাসে ঢাকা-আরিচা মহাসড়কে এ ফুটওভার ব্রিজের কাজ শুরু হলেও এর শেষ যেন হচ্ছেই না। আগামী বছরেও এর নির্মাণ শেষ হবে কি না তা নিয়ে সংশয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণ। সংশয়ের সঙ্গে ঝুঁকি নিয়ে মহাসড়কের মাঝ দিয়ে পার হচ্ছেন সবাই।

ওভার ব্রিজের নির্মাণের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন জানান, ‘প্রান্তিক গেটের ওভার ব্রিজের কাজ যে অর্ধেক শেষ হয়ে থেমে আছে, এ বিষয়টি আমার জানা ছিল না। তবে এ ঘটনার পেছনের কারণ জেনে অতিদ্রুতই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।’

ফুটওভার ব্রিজ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেডের শাখা ব্যবস্থাপক মোর্শেদ আলম জানান, ‘ঢাকা-আরিচা অভিমুখে যাতায়াতের জন্য ব্যবহারকৃত রাস্তাটিতে কিছু বৈদ্যুতিক সংযোগ রয়েছে। এ বৈদ্যুতিক সংযোগের জন্য ব্যবহারিত তারগুলো অনেকটা নিচু করে স্থাপন করা হয়েছিল। ছয় মাস সময়ের মধ্যে এ ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। এ বৈদ্যুতিক তারগুলো সরিয়ে নিয়ে উঁচু করে স্থাপন করতে পল্লী বিদ্যুৎ বিভাগের সহায়তার প্রয়োজন। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের যথাযথভাবে সহায়তা করছেন না। পল্লী বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে ছয় মাসের কাজ নয় মাসে পড়লেও শেষ করা সম্ভব হচ্ছে না। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যথাযথ সহায়তা করলে আমরা অতিদ্রুতই বাকি অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারব।’

ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার (ছবি : দৈনিক অধিকার)

এ ব্যাপারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর এজিএম নিত্যানন্দ কুণ্ডু জানান, ‘বৈদ্যুতিক তার এবং খুঁটিগুলো সরিয়ে নেওয়া সময় সাপেক্ষ। এ ক্ষেত্রে ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। তবে অতিদ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

এ দিকে, বৃহস্পতিবার সরেজমিনে অনেক পথচারী-শিক্ষার্থীকে যানবাহন চলাচলরত অবস্থায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায়। এ নিয়ে অনেকের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

অনেক পথচারী-শিক্ষার্থী জানান, ‘প্রায় অনেকদিন তো হয়ে গেল কিন্তু ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজ এখনো শেষ হলো না। এ ওভার ব্রিজটি নির্মাণ নিয়ে আর কত শিক্ষার্থীকে নিজের প্রাণ দিতে হবে?’

উল্লেখ্য, গত বছরের ২৭ মে বাড়ি থেকে অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় পথে ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ দুর্ঘটনাপ্রবণ জয় বাংলা গেটে (প্রান্তিক গেট) ফুট ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড