• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলে ঢাবিতে মানববন্ধন

  ঢাবি প্রতিনিধি

১৬ জুন ২০১৯, ১৮:৪২
মানববন্ধন
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও তা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

রবিবার (১৬ জুন) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, ‘প্রশ্ন ফাঁস নিয়ে এটাই আমাদের প্রথম কিংবা নতুন আন্দোলন নয়, আমাদের আগেও অনেক ছাত্র সংগঠন এসবের প্রতিবাদ করেছে। আমি মনে করি এগুলো প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের দুর্বলতা এবং দেশে সুশাসনের অভাব।’

প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনে তাদের ওপর হামলার বিষয় তুলে ধরে নুরুল হক নুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন করতে গিয়ে আমরা সরকারি ছাত্র সংগঠনের হামলার শিকার হয়েছি। সেই প্রশ্ন ফাঁসের বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করতে বাধ্য হয়েছে এবং বিতর্কিত পরীক্ষা বাতিল করে পুনরায় নতুন পরীক্ষা দিয়েছে। এছাড়াও সরকারি সকল নিয়োগে পিয়ন থেকে শুরু করে ফার্স্ট ক্লাস চাকরি পর্যন্ত টাকার বিনিময়ে ক্ষমতাসীনদের লোকদের কাছে জিম্মি।’

এ সময় ডাকসু ভিপি সরকারি সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের প্রতি অতিদ্রুত প্রশ্ন ফাঁস নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনের বিষয়ে সংগঠনটির যুগ্ম আহবায়ক মো. রাশেদ খান জানান, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা অংশ নিয়েছিল তাদের অনুরোধে আজকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এখানে একত্রিত হয়েছে। যেখান থেকে, যাদের কাছ থেকে আমাদের ছোট শিশুরা নীতি-নৈতিকতা শিখবে সেখানেই প্রশ্ন ফাঁসের মাধ্যমে যোগ্য মেধাবীদের বঞ্চিত করে অযোগ্যদের নিয়োগ দেয়া হচ্ছে। বাংলাদেশের প্রতিটা সরকারি চাকরি কিংবা নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চলছে। আমরা এসব অনিয়মের অতিদ্রুত প্রতিকার চাই।’

এ সময় বক্তারা সরকারের কাছে ৩টি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো-

১. প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের পরীক্ষা বাতিল করা ২. প্রশ্ন ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা ৩. প্রশ্ন ফাঁসে জড়িতদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণা করা

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মো. রাশেদ খান, ফারুক হাসান, মো. আতাউল্লাহ, মশিউর রহমান এবং এপিএম সোহেলসহ বেশ কয়েকজন নেতা-কর্মী।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড