• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীর্ঘ ছুটি শেষে প্রাণোচ্ছল চবি

  চবি প্রতিনিধি

১৬ জুন ২০১৯, ১৪:০৩
চবি
দীর্ঘ ছুটি শেষে আড্ডায় মেতে আছে চবি শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

বর্ষাকালীন অবকাশ, পবিত্র রমজান, শবে কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খুলছে আজ। ৩৫ দিন পর চলছে ক্লাশ ও অফিস কার্যক্রম। ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরছে শিক্ষার্থীদের প্রাণোচ্ছল উপস্থিতি।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন জানান, বর্ষাকালীন অবকাশ, পবিত্র রমজান, শবে কদর, পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।

ছবি শিক্ষার্থীদের প্রাণোচ্ছল উপস্থিতি (ছবি : দৈনিক অধিকার)

এ দিকে, বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষে ১৪ জুন (শুক্রবার) থেকে চবি ও চট্টগ্রাম রুটে শাটল ট্রেন নিয়মিত সিডিউল অনুযায়ী চলাচল করছে।

উল্লেখ্য, ১২ মে (রবিবার) থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ৩১ দিনের ছুটি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয়। তবে ১০ মে শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ক্যাম্পাস বন্ধ হয়েছিল নির্ধারিত সময়ের দুই দিন আগেই।

আবার একইভাবে ১৪ জুন শুক্রবার ও ১৫ জুন শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয় চালু হয় ১৬ জুন (রবিবার)। এ নিয়ে বিশ্ববিদ্যালয় সর্বমোট বন্ধ ছিল ৩৫ দিন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড