• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিইউডিএসের দুই দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু

  চবি প্রতিনিধি

১৪ জুন ২০১৯, ১৯:৩৩
বিতর্ক উৎসব
বিতর্ক উৎসবের উদ্বোধনী সেশন (ছবি : সংগৃহীত)

'চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)' আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী 'ডিওই-সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-১৯' শুরু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের একে খান অডিটোরিয়ামে উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়।

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বাংলা সংসদীয় ধারার ট্যাব ফরম্যাটে (৪ রাউন্ড প্রিলিমিনারি) এ বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল এবং ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মোহাম্মদ নূরুল্লাহ নূরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল্লাহ নূরি এই আয়োজনের মূল প্রতিপাদ্য বায়ু দূষণ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘বায়ু দূষণ ক্রমান্বয়ে বিশ্বের অন্যতম সমস্যায় পরিণত হয়েছে। বায়ু দূষণের দিক থেকে বিশ্বে ঢাকা শহর দ্বিতীয় অবস্থানে আছে।’

তিনি এ বিষয়ে আরও বলেন, ‘বিভিন্ন স্বাস্থ্য সমস্যার মূল কারণ হলো বায়ু দূষণ। সমসাময়িক কালের এক গবেষণায় দেখা গেছে, মানুষের শরীরে ইনসুলিন নিঃসরণের হার কমে যায় বায়ু দূষণের কারণে। বিভিন্ন উন্নয়নমূলক ও অবকাঠামোগত উন্নয়নে আমরা নানাভাবে পরিবেশ দূষণ করছি। যা আমাদের জন্যই হুমকি স্বরুপ। আমাদের সচেতনতাই এ সমস্যার সমাধান করতে পারে। বিভিন্ন প্রকল্পে বিকল্প চিন্তা করার মাধ্যমেই পরিবর্তন আসবে।’

'আসুন বায়ু দূষণ রোধ করি' প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৫ জুন উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস-২০১৯। এরই ধারাবাহিকতায় আগামী ১৪-১৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের সার্বিক পৃষ্ঠপোষকতায় চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) 'ডিওই-সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-১৯'-এর আয়োজন করেছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড