• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভিপি নুর সিনেট সদস্য হয়েছেন সাদ্দামের ভোটে : গোলাম রাব্বানী

  ঢাবি প্রতিনিধি

১৪ জুন ২০১৯, ১০:৫৪
ঢাবি
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতি নির্ধারণী সিনেটের সদস্য হলেন পাঁচ ছাত্রনেতা। অবশেষে এ বিষয়ে কথা বললেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ডাকসুর ভিপি নুরুল হক নুর সিনেটের সদস্য হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ভোটে নিরঙ্কুশ ব্যবধানে জয়ী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মতামতের ওপর শ্রদ্ধা প্রদর্শন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন নিজের পদটি ছেড়ে দিয়ে নুরকে জায়গা করে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই সব কথাগুলো তুলে ধরেন তিনি। গোলাম রাব্বানীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), যাকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট মিনি পার্লামেন্ট। এখানে যে কোনো সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ ভোটের মাধ্যমে নেয়া হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের প্রত্যক্ষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন সেই ২৫ জন সদস্য, ভিপি-জিএস-এজিএস থেকে সকল সম্পাদক ও সদস্য সবার ভোটের মূল্যমান সমান এবং একজন কেবল ১টি ভোটের মালিক।

নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় ডাকসুর ২৫ জন সদস্যের মতামত অর্থাৎ ভোটাভুটির ভিত্তিতে সিনেটের পাঁচজন প্রতিনিধি নির্বাচন করার কথা। সেই অনানুষ্ঠানিক ভোটের সমীকরণে ডাকসু ভিপি মাত্র এক ভোট পেয়ে সিনেটে প্রতিনিধিত্ব করার যোগ্যতা হারিয়েছিলেন। কিন্তু ভোটে নিরঙ্কুশ ব্যবধানে জয়ী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতের ওপর শ্রদ্ধা প্রদর্শন করে স্বীয় পদটি ছেড়ে দিয়ে ছোটভাই নুরকে জায়গা করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

ভোটে জিতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিমত ও ভিপি পদের প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশ ছাত্রলীগ উদারতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বলে আমি মনে করি। অভিনন্দন সাদ্দাম, দিনশেষে তুই-ই জয়ী, আমার চোখে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনেট সদস্যের চেয়ে অনেক বড় কিছু। ভালোবাসা রইল।’

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড