• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবি দ্বিতীয় ফাউন্ডেশন কোর্সের মাস সেরা অংশগ্রহণকারী মাহবুব

  ক্যাম্পাস ডেস্ক

০৯ জুন ২০১৯, ২০:৩৬
বেরোবি
ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দ্বিতীয় ফাউন্ডেশন টেনিং কোর্সের ৬ষ্ঠ মাসের সেরা অংশগ্রহণকারীর পুরস্কার পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এবং বেরোবির সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ-আল-মাহবুব।

রবিবার (৯ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।

বিএনসিসিও অনুষ্ঠানে বেরোবি উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা অংশগ্রহণকারী মো. আব্দুল্লাহ-আল-মাহবুব হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালক মো. নূর-ই-হেলাল।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কোর্স সমন্বয়ক এবং ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, দ্বিতীয় ব্যাচের কোর্স সিনিয়র ইমরানা বারী, বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবিএম নুরুল্লাহ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামীম হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সানজিদ ইসলাম খান, পরিসংখ্যান বিভাগের প্রভাষক ফারজানা জান্নাত তশী, রসায়ন বিভাগের প্রভাষক মুস্তফা কাইয়ুম শারাফাত এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মেহনাজ আব্বাসী বাঁধন প্রমুখ।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড