• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ রোভার অ্যাওয়ার্ড প্রদান

  ববি প্রতিনিধি

২৬ মে ২০১৯, ২০:৩২
ববি ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) রোভার ইউনিট রোভারদের মান বৃদ্ধি এবং রোভারদের কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে চলতি বছর থেকে বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ রোভার অ্যাওয়ার্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। এ বছর শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছে বাংলা বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম।

প্রথমবারের অ্যাওয়ার্ড প্রদান প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন সাব্বির বলেন, ‘রোভাররা আত্ম-উন্নয়নের পাশাপাশি যাতে দেশ ও সমাজের কাজে আরও বেশি সক্রিয়ভাবে নিয়োজিত হয় সে লক্ষ্যে এই শ্রেষ্ঠ রোভার অ্যাওয়ার্ড দেবার সিদ্ধান্ত নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘এই অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা বিগত বছরের রোভার স্কাউটদের সার্বিক কর্মকাণ্ড, রোভারদের নিয়মিত ক্রু-মিটিং উপস্থিতি ও পরিচালনা, বিপি পিটি জানা, লগবুক রাখাসহ সর্বমোট ১৬টি বিষয়ের ওপর বিবেচনা করা এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।’

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক গ্রুপ সম্পাদক আরিফুল ইসলাম, বর্তমান গার্ল ইন রোভারের আর এস এল অর্থনীতি বিভাগের প্রভাষক মার্জিয়া নওমিসহ অন্যান্যরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড