• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী পালিত

  জাককানইবি প্রতিনিধি

২৫ মে ২০১৯, ১৭:৫৬
পুষ্পস্তবক অর্পণ
জাতীয় কবির স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ (ছবি : সংগৃহীত)

নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে কবির স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।

উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেন সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার, মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কর্মকর্তা পরিষদের সভাপতি জনাব মো. মোকারেরম হোসেন মাসুম বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ, প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় কবির জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ, রমজান ও ঈদুল ফিতরের ছুটি থাকায় স্বল্প পরিসরে আজকের এই আয়োজন করা হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানের বাকি দুই দিন আগামী (৩-৪ জুলাই) পালিত হবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড