• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে কুবি শিক্ষার্থী গ্রেফতার

  কুবি প্রতিনিধি

১৯ মে ২০১৯, ১৪:২৭
কুবি
পুলিশি হেফাজতে কুবি শিক্ষার্থী জয় দেব (ছবি : সম্পাদিত)

ইসলাম ধর্ম ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের জয় দেব নামে এক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, জয় দেব বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী। তিনি শনিবার (১৮ মে) ভয়েস অব অ্যামেরিকা নামক একটি ফেসবুক গ্রুপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিওতে ইসলাম ধর্ম এবং হযরত মুহাম্মদ (স.) সন্ত্রাসের অনুসারী বলে আপত্তিজনক মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ‘All muslims in the world believe only one terrorism ideology that had been exercised by hazrat muhammad(s.)’

কুবি

পরে বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে আসলে তারা বিশ্ববিদ্যালয়ের আনঅফিসিয়াল ফেসবুক গ্রুপে ক্ষোভ প্রকাশ করতে থাকে। এরপরে জয় দেব তোপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের আনঅফিসিয়াল ফেসবুক গ্রুপে অন্য আরেকটি পোস্টের মাধ্যমে তিনি ক্ষমা চেয়ে বলেন, ‘ধর্মীয় বিষয় নিয়ে এ রকম কমেন্ট করার জন্য আমি দুঃখিত। I am extremely sorry.’

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে বিভিন্ন পোস্টের মাধ্যমে এর নিন্দা জানিয়ে জয় দেবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা।

এতে ইমতিয়াজ শাহরিয়ার নামের এক শিক্ষার্থী বলেন, ‘কুবির প্রশাসনের নিকট আবেদন অতি শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করুন, একজন মহামানবকে নিয়ে এত বড় কথা একজন মুসলমান হিসেবে সহ্য করা যায় না।’

অন্য আরেক শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, ‘সব অপরাধের ক্ষমা স্যরি বললে শেষ হয়ে যায় না। ধরুন, একজন খুন করল এবং স্যরি বলল আর করবে না। তাহলে কি সে শাস্তি হতে বাঁচতে পারবে?’

কুবি

জয় দেবের যথাযথ শাস্তি চেয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত জয় দেবকে সাধারণ শিক্ষার্থীরা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়ে যায়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড