• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

  হাবিপ্রবি প্রতিনিধি

১৬ মে ২০১৯, ১৫:২০
হাবিপ্রবি
কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন (ছবি : সংগৃহীত)

কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধনটির আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা কৃষককে তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদানে সরকারকে ভূমিকা পালনের আহ্বান জানান।

মানববন্ধনে ‘কৃষকের কান্না-আর না, আর না’, ‘কৃষক বাঁচলে-বাঁচবে দেশ’, ‘কৃষকের শ্রম, কৃষকের ধান-দাও সঠিক মূল্যমান’, ‘কৃষক যদি যায় ক্ষেপে-ডাল, ভাত কই পাবে’, ‘কৃষকদের সঙ্গে অন্যায় আর কত?’, ‘কৃষি প্রধান দেশে কৃষকেরা অবহেলিত কেন?’, ‘কৃষিতে সর্বোচ্চ পরিমাণ ভর্তুকি দিতে হবে’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুল মান্নান, জাহিদ শিহাব, রাজিব, মারুফ, রুবায়েত পৃথ্বি, মুশফিক, প্রমুখ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড