• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবি অর্থ কমিটির ২৫তম সভা অনুষ্ঠিত

  ক্যাম্পাস ডেস্ক

১৫ মে ২০১৯, ০১:৩০
বেরোবিতে অর্থ কমিটির সভা
অর্থ কমিটির ২৫তম সভা (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ কমিটির ২৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোশাধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) এবং অর্থ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অর্থ কমিটির সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডাবলিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত), অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ও অর্থ কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. মো. এমদাদুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান তাসনীম হুমাইদা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (অর্থ ও হিসাব) মো. রেজাউল করিম হাওলাদার এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর প্রতিনিধি উপ-সহকারী প্রকৗশলী মো. শরিফ হোসাইন পাটোয়ারী।

সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অর্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড